ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয়,যশোর এর ইতিহাস:
সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়, ঢাকা কর্তৃক পরিচালিত এবং যশোর ক্যান্টনমেন্ট বোর্ড নিয়ন্ত্রিত যশোর শহর হতে প্রায় ৩ কিঃমিঃ পশ্চিমে যশোর ক্যান্টনমেন্টের অভ্যন্তরে অত্যন্ত নিরিবিলি ও মনোরম পরিবেশে ক্যান্টনমেন্ট বোর্ড কার্যালয় সংলগ্ন পশ্চিমে অত্র বিদ্যালয়টি ৫.৬৭ একর জমির উপর ক্যান্টনমেন্ট বোর্ড প্রাথমিক বিদ্যালয় হিসেবে ১৯৮৯ সালে যাত্রা শুরু করে।
২৩ ডিসেম্বর ১৯৮৭ তারিখে বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন করেন মেজর জেনারেল হারুন আহমেদ চৌধুরী,বীর উত্তম,এরিয়া কমান্ডার,যশোর অঞ্চল এবং ১২ জানুয়ারি ১৯৮৯ তারিখে দ্বারোদঘাটন করেন কর্নেল ছাদেক হুসাইন পিএসসি, স্টেশন কমান্ডার, যশোর ক্যান্টনমেন্ট।
১৯৯০ সালে বিদ্যালয়টি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয়। শিশু শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত ছয়টি শ্রেণিতে তখন বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ছিল ২৭৮ জন এবংশিক্ষক সংখ্যা ছিল ০৭ জন। ২০০৪ সালে বিদ্যালয়ে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ দেয়া হয়। ২০০৮ সালে প্রত্যেক শ্রেণিতে একটি করে মোট ০৬টি শাখা খোলা হয়।
২১ এপ্রিল ২০০৯ তারিখে ক্যান্টনমেন্ট বোর্ড প্রাথমকি বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভায় ৬ষ্ঠ, ৭ম ও ৮ম শ্রেণি খোলার ব্যাপারে নীতিগতভাবে সিদ্ধান্ত গৃহীত হয়। পরবর্তীতে ৭ মে ২০০৯ তারিখে মাননীয় এরিয়া কমান্ডার, যশোর এরিয়ার সভাপতিত্বে যশোর ক্যান্টনমেন্টের সকল কলেজ ও স্কুল সমূহের পরিচালনা পর্ষদের সভাপতি, প্রধান শিক্ষক ও শিক্ষকম-লীর এক সমন্বয়সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে ক্যান্টনমেন্ট বোর্ড প্রাথমিক বিদ্যালয়টিকে নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়কে এ বিষয়ে অনুরোধ জানিয়ে এরিয়া সদর দফতর থেকে পত্র প্রেরণ করা হয়। পরবর্তীতে ৭ ডিসেম্বর ২০০৯ তারিখে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর অত্র বিদ্যালয়ে ২০১০ সালে ৬ষ্ঠ শ্রেণি খোলার এবং পরবর্তী সময়ে পর্যায়ক্রমে ৭ম ও ৮ম শ্রেণি খোলার বিভাগীয় অনুমতি প্রদান করে। বিদ্যালয়টি ২০১২ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত যশোর বোর্ডের অধীনে জে.এস.সি পরীক্ষায় অংশ গ্রহণ করে অসামান্য ফলাফল অর্জন করে।
২০১০ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত বিদ্যালয়টি নিম্ন মাধ্যমিক হিসাবে পরিচালিত হয়ে আসছিল। এরপর ২০২১ সালে বিদ্যালয়টিকে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করার অনুমতি চেয়ে সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর, প্রতিরক্ষা মন্ত্রণালয়ে তৎকালীন প্রধান শিক্ষক জনাব আনোয়ার সাইদ পুনঃরায় আবেদন করেন এবং সামরিকভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় ২০২২ সাল থেকে বিদ্যালয়টিকে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত করার অনুমতি প্রদান করে। ফলে ২০২২ সালে বিদ্যালয়টি মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয়। ২০২৪ সালে ক্যান্টনমেন্ট হাই স্কুলের মাধ্যমে প্রথম এসএসসি পরীক্ষায় ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে। ২০২৪ সালে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,যশোর অত্র বিদ্যালয়টিকে নবম ও দশম শ্রেণিতে পাঠদানের অনুমতি প্রদান করেন। বিধি মোতাবেক ২০২৬ সালে বিদ্যালয়ের নামে ছাত্রছাত্রীরা এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।বর্তমানে অত্র বিদ্যালয়ে শিশু শ্রেণি হতে ১০ম শ্রেণি পর্যন্ত কার্যক্রম চলছে। ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয় দেশের একটি স্বনামধন্য বিদ্যাপীঠ হিসেবে সকলের কাছে সমাদৃত । বিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রম নিয়মানুগ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বর্তমানে ৭ সদস্য বিশিষ্ট বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি রয়েছে । বর্তমানে উক্ত ব্যবস্থাপনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশীদ চৌধুরী,পিএসসি,জি,কমান্ডার,৫৫ আর্টিলারি বিগ্রেড,যশোর সেনানিবাস,যশোর ও সভাপতি বিদ্যালয় পরিচালনা পর্ষদ । বর্তমানে জনাব মোঃ আনিসুর রহমান প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন ।
সবুজ বনানী বেষ্টিত জ্ঞান বিতরণের আয়োজনে স্বীয় মহিমায় উজ্জ্বল-ক্যান্টনমেন্ট বোর্ড মাধ্যমিক বিদ্যালয়টি তিনতলা ভবনে ঠাঁয় দাঁড়িয়ে হাতছানি দেয় এক ঝাঁক জ্ঞান পিপাসু উৎসুক কোমল মতি শিক্ষার্থীদের। সুদীর্ঘ ৩৪ বছরের পথ চলা ও শিক্ষা বিস্তারে গুণগত মানোন্নয়নে এক উদ্যমী ও অতন্দ্র প্রহরী, উপকরণ ও উপযোগিতায় এক অনন্য দৃষ্টান্ত এই বিদ্যালয় ও তার পরিবেশ।